ঈদে আসছে এস কে প্রকাশের “মনে মনে ভালোবাসি” মিউজিক ভিডিও
আর.আই.রাশেদ:- আসন্ন ঈদে আসছে বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী সঙ্গীতশিল্পী এস কে প্রকাশের “মনে মনে ভালোবাসি” শিরনামের গানের চমৎকার একটি মিউজিক ভিডিও। গানটির কথা,সুর এবং সঙ্গীতশিল্পী এস কে প্রকাশ নিজেই। মডেল হিসেবে কাজ করেছেন সোহাগ আহমেদ, ইশা এবং এস কে প্রকাশগ ভিডিও নির্মান করেছেন নয়ন খান। বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে ভিডিওটির শুটিং হয়। তার মিউজিক কম্পজিশন কৃত গানের সংখ্যা ৮ ( আট) টি । দেশে এবং কলকাতায় ১ টি করে ২ (দুইটি) প্রকাশিত এলবাম রয়েছে।
“মনে মনে ভালোবাসি” শিরোনামের গান নিয়ে এস কে প্রকাশ বলেন- অনেক পছন্দের একটা গান। অনেক চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেবার। আমার সেরাটা দিয়ে গানটি করেছি। আশা করছি গানটি অনেক ভালো লাগবে এই ঈদ-উল আয্হা ২০১৮ তে দর্পন মুভিস ব্যানারে গানটি মুক্তি পাবে।