কাবুলে ইরাকি দূতাবাসের কাছে সন্ত্রাসী হামলা
এসএম নিউজ অনলাইনঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকের দূতাবাসের কাছে গাড়ি বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার শের-ই নাউ জেলায় ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী এ হামলা চালানো হয়।
আল-জাজিরা এ খবর জানিয়েছে।
আইএস এ হামলার দায় স্বীকার করে তাদের ওয়েবসাইটে জানায়, ‘দুজন যোদ্ধা কাবুলে ইরাকের দূতাবাসের কাছে হামলা চালিয়েছে।’
আল-জাজিরা জানায়, দূতাবাসের কাছে একটি ভবনে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। সেখানে নিরাপত্তাবাহিনীর সাথে তাদের বন্দুকযুদ্ধ চলছে।
পুলিশ হামলার এ খবর নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।
তবে একজন প্রত্যক্ষদর্শী জানায়, দূতাবাসের কাছে কমপক্ষে দুটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।