গর্ভবতী কারিনার ফটোশুট
বিনোদন প্রতিবেদকঃ মা হতে চলেছেন কারিনা কাপুর। আর যত রকমভাবে সম্ভব সেটাকে উদ্যাপন করছেন কারিনা কাপুর খান। সম্প্রতি গর্ভবতী অবস্থাতেই এক পত্রিকার জন্য ফটোশুট করে নায়িকা জানিয়েছেন, এই অবস্থাতেও এত অ্যাক্টিভ থাকাটা রীতিমতো উপভোগ করছেন তিনি। এ উপমহাদেশের নারীদের মাঝে গর্ভাবস্থায় ফটোশুট কিংবা সময়টিকে স্মৃতিতে ধরে রাখার ট্রেন্ড খুব একটা নেই। সে হিসাবে কারিনার এ ফটোশুট অন্য নারীদেরও গর্ভাবস্থার এ সময়টিকে স্মৃতিময় রাখতে অনুপ্রেরণা যোগাবে বলে ধারণা অনেকের।