বরিশালে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের উজিরপুরের বড়াকোঠা এলাকা থেকে ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন (৩৮) ও যুবলীগ সদস্য আফজাল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়াকোঠার চাউলাহার গ্রাম থেকে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান,হাবিবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন তাদেরকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ওই ইয়াবা বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু বেপারীর বলে আটককৃতরা স্বীকারোক্তি দিলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে বড়াকোঠা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রন করে আসছিলো। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।