বাংলাদেশে এই প্রথম সর্ব বৃহৎ মিউজিক গান করছেন, “ওবায়দুল্লাহ তারেক”
এসএম নিউজ ডেস্কঃ বাংলাদেশে এই প্রথম সর্ব বৃহৎ গান করছেন, তরুণ কন্ঠ শিল্পী ওবায়দুল্লাহ তারেক। বর্তমানে গানটির ২৬ মিনিটের প্রোমো কপি নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম এবং এই ৯৯টি নাম মোট ১১১১ বার উচ্চারিত হয়েছে। এই ২৬ মিনিটের গানটিতে রয়েছে ধপের মিউজিক। গানটিতে প্রাথমিক পর্যায়ে কিছু স্টিল পিকচার দ্বারা ভিডিও চিত্র করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের শেষের দিকে সকল কাজ সমপন্ন হবে। এগানটির মডেলে থাকবে বাংলাদেশের বিখ্যাত শিল্পী ও নামজাদা অভিনেতা সহ প্রায় ১,০০০ জন অভিনেতা। এই বৃহৎ গানটির কথা ও সুর করেছেন ওবায়দুল্লাহ তারেক নিজেই। আর এতে কোরাস কন্ঠ দিয়েছেন- শিল্পী মুনায়েম বিল্লাহ, মিজানুর রহমান ও আদনান। ওবায়দুল্লাহ তারেক বলেন, আগামী রোজার ঈদের পরে গানের সকল কাজ সম্পন্ন হবে। আশা করি গানটি ছোটো-বড় সবার মন দখল করবে। আর এগানটি আগামী কুরবানীর ঈদে দর্শকগন দেখতে পাবে।