ভিন ডিজেল স্মরণ করলেন পল ওয়াকারকে
নিউইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে গত শনিবার হয়ে গেল ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। ছবি শুরুর আগে স্মরণ করা হলো প্রয়াত তারকা পল ওয়াকারকে।
ছবির প্রযোজক ও তারকা ভিন ডিজেল উপস্থিত দর্শকদের বলেন, ছবির প্রতিটি শট নেওয়ার সময় পল ওয়াকারের কথা মনে পড়েছে। তিনি যোগ করেন, নতুন এই ছবিটি দেখার জন্য উপস্থিত ছিলেন পল ওয়াকারের মা ও মেয়ে।
এ কথা সবাই জানেন, ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজির মূল অভিনেতা পল ওয়াকার ফিউরিয়াস ৭-এর শুটিংয়ের সময় মারা যান।
ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৪ এপ্রিল। হলিউড রিপোর্টার।
এরকম আরও সুন্দর সুন্দর নিউজ চাই।
এসএম নিউজের সংবাদ গুলো অনেক ভালো লাগে।
আপনাকে ধন্যবাদ