মালয়েশিয়ায় হাইকমিশনের সামনে থেকে অর্ধশতাধিক বাংলাদেশী আটক
এসএম নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সামনে থেকে অর্ধশতাধিক বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে গেছে সে দেশের পুলিশ।
আজ বুধবার দুপুরে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে নিয়ে যায়।
তবে কী কারণে তাদের ধরে নিয়ে গেছে তার কোনো ব্যাখ্যা হাইকমিশন থেকে পাওয়া যায়নি। আজ বিকেলে হাইকমিশন সংশ্লিষ্টি এক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, ‘বাইরে কী হয়েছে তা ভিতর থেকে বলতে পারছি না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, যারা প্রতিদিন পাসপোর্টের কাজে হাইকমিশনে আসেন তাদের ধরে নিয়ে গেছে পুলিশ। তবে তাদের মধ্যে কতজনের পাসপোর্ট নেই বা অবৈধ তা জানা যায়নি।