হলি আর্টিজানে হামলার নির্ভুল অভিযোগপত্র দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
এসএম নিউজ ডেস্কঃ ‘হলি আর্টিজানে হামলার নির্ভুল অভিযোগপত্র দেব‘ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, খুব শিগগির গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অভিযোগপত্র দেয়া হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখানে নির্ভুল অভিযোগপত্র দেব। কোনো ত্রুটি ছাড়া অভিযোগপত্র দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এবং খুব শিগগির অভিযোগপত্র দিতে পারব। তিনি বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছর হতে যাচ্ছে। সেই দিনটি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। মন্ত্রী বলেন, আমরা বুঝতে শিখেছিলাম, এই জঙ্গিরা কী চায়, কী তাদের উদ্দেশ্য, কারা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা, কারা অর্থায়ন করেছে। সবই খুব সূক্ষ্মভাবে দেখেছি। সেই জন্য অভিযোগপত্র দিতে একটু সময় নিয়েছি।