হাসপাতালের ৫ তলা থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা!
রংপুর প্রতিনিধিঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান (৬০) নামের এক রোগী পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে মজিবুর দীর্ঘদিন থেকে পেটের ব্যথাসহ নানা সমস্যায় ভুগছিলেন।
হাসপাতালে সঙ্গে থাকা মজিবুরের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার স্বামী মানসিক রোগী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, গত ২০ জুলাই মজিবুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের পঞ্চম তলায় ১৭ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। কিন্তু গত কয়েকদিনেও তেমন কোন আরোগ্য না হওয়ায় রোববার বিকেলে কাউকে কিছু না বলে তিনি বারান্দা থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ড. মোস্তাফিজুর রহমান জানান, মজিবুর রহমান একজন মানসিক রোগী ছিলেন। এ কারণেই তিনি পাঁচতলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।